লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ২৮

রামায়ণ

#রামায়ণ

রামের মহিমা প্রচারের জন্য কৃত্তিবাস লিখেছেন,  রামের চরণ স্পর্শে কাঠের নৌকা সোনা হয়ে গেল -এরকম আজগুবী কথা মূল রামায়ণে লেখা নেই ।

কৃত্তিবাস লিখেছেন-

সূর্যকে ধরিয়া হনু করে কোলাকোলি
সাপটিয়া সূর্যেরে পুরিল কক্ষতলি ।
পর্বত লইয়া উঠে গগন মণ্ডলে
মাথায় পর্বত তুলি লৈল হনুমান ।
পর্বত লইয়া চলে দক্ষিন মুখেতে ।

সূর্যকে বগলে পুরে গন্ধমাদন পর্বত মাথায় করে আনার অদ্ভূত কাণ্ড মূল রাময়ণে নাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন