লেখার ডাগর মাঠ


বুধবার, অক্টোবর ৩১

উচিৎ কর্তব্য

উচিৎ কর্তব্যঃ-

1.সাপের ভয়ে মনসা পূজা না করে,বাড়ীতে কার্বলিক অ্যাসিড/ব্লিচিং পাউডার ব্যবহার করা উচিত।
2.শত্রুর ভয়ে কালীপূজা করে সময় নষ্ট না করে,আগে শত্রুকে পরাজিত করার চেষ্টা করা উচিত।
3.সন্তান কামনায় গোপাল পূজা/কার্ত্তিক পূজা না করে,চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা সন্তান                দত্তক নেওয়া উচিত।
4.পক্সের ভয়ে শীতলাপূজা না করে বাচ্চাদের টিকা/ঔষধ দেওয়া উচিত।
5.গ্রহদোষ কাটাতে শনিপূজা না করে গ্রহ,নক্ষত্রের সম্বন্ধে জানা উচিত।
6.বিপদের ভয়ে বিপদতারিনীর পূজা না করে,বিপদ সম্বন্ধে সদা সতর্ক থাকা উচিত।
7.অ্যাক্সিডেন্টের ভয়ে গাড়ীতে দেবদেবীর ছবি এবং লেবু-লংকা না ঝুলিয়ে বাবা-মায়ের ছবি রাখা উচিত।ট্রাফিক আইন মেনে চলা এবং সদা সতর্ক থাকা উচিত।
8.মৃত বাবা-মাকে অলীক স্বর্গে পাঠাতে লোভী ব্রাহ্মণের ফাঁদে পা দিয়ে,ব্রাহ্মণকে অকাতরে দান-ধ্যান না করে,জীবিতাবস্থায় বাবা-মাকে সেবা করা উচিত।
9.ধন-সম্পদের লোভে লক্ষ্ণীপূজা করে ধনী হওয়ার আশা না করে,পরিশ্রমী হওয়া উচিত।
10.গঙ্গাপূজা/ছটপূজার নামে নদীর জলদূষণ না করে,নদীর জলদূষণ প্রতিরোধ করা উচিত।
11.সরস্বতী পূজা করলেই বিদ্যা অর্জিত হবে না, মন দিয়ে পড়াশুনা করা উচিত।
12.ধর্মের নামে পশুবলী না দিয়ে,নিজের পশুত্বকে বলী দেওয়া উচিত।
13.ধর্মের নির্দেশে নিরপরাধ মানুষকে হত্যা না করে,নিজের ধর্মান্ধতাকে হত্যা করা উচিত।
14.মিথ্যা আশীর্বাদের লোভে এবং মিথ্যা অভিশাপের ভয়ে ব্রাহ্মণ সেবা না করে মানব সেবা করা উচিত।
15.ধর্মীয় শিক্ষা অপেক্ষা আধুনিক শিক্ষা মূল্যবান।সব ধর্মের মানুষকে আধুনিক ও বিজ্ঞানসন্মত শিক্ষা গ্রহনে বেশী যত্নবান হওয়া উচিত।
16.জঘ্ণ্য, আত্মঘাতী জাতিভেদ বা বর্ণপ্রথায় ডুবে না মরে,বর্ণপ্রথাকে নির্মূল করা উচিত।
17.পৃথিবীর কোনোও ধর্ম, ধর্মগ্রন্থ আকাশ থেকে পড়েনি,এসব মানুষের মস্তিষ্ক প্রসূত।এই চরম সত্যটি সবার স্বীকার করা উচিত।

মন্তব্য:ব্যক্তিগত।শেয়ার করুন।
Prasanta Kumar Mondal
                                                                                                                          @Prasanta
সংগ্রহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন