লেখার ডাগর মাঠ


রবিবার, অক্টোবর ৭

গোত্র ও টাইটেল

বলুন তো , শ্রীকৃষ্ণের গোত্র কি ছিলো ?
শ্রীকৃষ্ণ ছিলেন শুনক গোত্রধারী । যার টোটেম হল ‘কুকুর’ ।

শাণ্ডিল্য মানে ষাঁড় ।
গৌতম অর্থ গরু ।
ভরদ্বাজ মানে ভরত পাখি ।
মৌদ্গল্য হলো মাগুড় মাছ ।
কাশ্যপ মানে কচ্ছপ ।

আদিবাসিদের মধ্যে হাঁসদার টোটেম হলো হাঁস ।
হেমব্রেম-- সুপারী ।সরেন-- আমলকিগাছ । মারাণ্ডি-- ঘাস । মাণ্ডি--পিয়াল গাছ ।

লোধাদের গোত্র হল শুশুক ।

এই থেকে জানা যায় মানুষের জীবন ছিল বন ভিত্তিক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন