লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ২৭

ফুল দুপুরে মুকুলিত

আকাশকে আমি চিৎকার করার জন্য ব্যবহার করি । আমি জানি তুমি একটা গন্ধ গন্ধ অপ্রচলিত মেঘ । আমার গলার মধ্যে তুমি মরুভূমি । থুতুতে দাঁড়িয়ে নিত্য অপেক্ষা কর পলাশ ঠোঁটে । ভূতের মত শ্বাসে প্রেম নিবেদন করি এতিম যতিচিহ্নে । সুর্য আমার শরীর স্পর্শ করতে দুঃসহসী । যখন আমি তোমার লাল উষ্ণ পেতে ঈশ্বর আকাঙ্ক্ষায় । যখন তোমার ঠোঁট আমার ঠোঁটে । একই গান সুর হয়ে বাজে ছন্দে । তোমার সন্মান আমার বাহুতে লেখা । প্রতিদিন তাকে নিয়ে হাঁটি ।  ছেঁটে ফেলা কথাগুলো তদন্তে হিসেব কষি । আমি আবেগে আসাড় । আমি সিদ্ধান্ত নিয়েছি । আমি দুঃখিত বা সুখি নই । পৃথিবীর কাছে আমি মৃত ,দরজার পেরেক । আমার ভাঙা মন মেরামত কর । যেটা আমার প্রতিদিন ভাঙে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন