লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ১৩

চতুর্থ লাইন

#কবিতা

চতুর্থ লাইনে তুমি কবিতা । অন্ধকার ঘরের হালকা হাল্কা ঘাস । প্রাচীর নিশ্চুপ হয়ে গেলে । ঠোঁটের উপর বাঁধাই ফটো নীরব হয়ে যায় । কবিতা শব্দে ,প্রতি শব্দে , তুমি থাকছ ।





আমি এখন প্রতি রাতের আন্ধকার । আমার চোখের প্রতিফলনে অন্ধকার শেষ হয় । নীরাবতার মধ্যে তার গান ডেকে আনে ইঙ্কলাইন । আমি সাদা শাড়ির মত শোকার্ত । স্বামী হারা নারীর উন্মুক্ত কপাল ।  আমাকে প্রতি রাতে এত অন্ধকার মনে হয় কেনো ? আমি ভাষার মধ্যেও অন্ধকার শব্দ । তুমি অন্ধকার হয়ে এসো পাতার সবুজ শিশিরে অপেক্ষা করব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন