লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪

মেঘকে দেওয়া তোমার বুকের শব্দ











তোমার মুখের উপর রোদ,  হলুদ তাপ
তোমার বুকে ভাসে খটখটে পাহাড় যুবক
পাহাড়টা আর পাহাড় নেই
দূরত্ব বিকিয়ে মেঘের গালে চুইয়ে পড়ে
ভাস্কার্যের মধ্যে লুকাল বেস্বাদ লোমশ বুক
চমকে চমকে উঠছিলো তরপে তরপে কাঁদে
আমি তোমাকে ভালবাসা দেখাতে পারিনি ।

তুমি লাল হলে পাহাড়টা ফুল হয় সন্ধেবেলা
ফুলের গন্ধ তোমার পিঠের কাছে এসে দাঁড়ায়
গন্ধটা দহন নাকে কাব্যময় ওড়ে ম ম পুরুষালী
এত টুকরো টুকরো গন্ধ , রুখ্খ বনজ ফুল
পাহাড়ি পথে কুড়িয়ে আনি সে ছেঁড়া পাপড়ি
পাখি আর পালক নরম স্থাপত্যে পায় প্রেম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন