লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ৬

তুমি ছিলে , তাই...

যতদিন তুমি ছিলে রৌদ্ররা জানত না তৃষ্ণা
জলের তোড়ে গভীর মেদ ,মেঘের জমাট-
বরফ তূলো-পেজায় উড়তো
গড়িয়ে হাসতো রাস্তা নদী ।

যতদিন তুমি ছিলে , ততদিন খিদে ছিল না
মেদহীন অনুভূতি দু'চোখ জেগে ওঠতো
রক্তের মধ্যে ঝড় আর স্বাদকোরক
স্বাভাবিক উষ্ণতা জিভ দিয়ে চেটে নিত ।

যতদিন তুমি ছিলে কলমে ছিল ভাষা
খিদের ভাষারা গাল বেয়ে খাতার স্রোতে
সাগর পাড়ি দিত ,ঠোঁট চুঁইয়ে
নতুন সাজে সেজে উঠতো স্মারক সকালে-
নিষিদ্ধ সেমিকোলন ছাড়িয়ে ।

যতদিন তুমি ছিলে ,ছিল না রাত জাগা
স্বপ্নের স্বাভাবিক ঢেউ ,তুরি মেরে উড়িয়েছি
মৃত্যুকে । এসেছে সবুজ সকাল রেখা চিত্রে ।
চায়নি কাছে আসুক ,থাপ্পরে তারিয়েছি ।

তুমি যতদিন কাছে ছিলে
দুঃসাহসের মুক্ত হয়ে গলায় ছিলে হাত বাড়িয়ে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন