লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩

আঞ্চলিক ও প্রমিত ভাষা

আঞ্চলিক ও প্রমিত ভাষা ।

সর্বস্তরের বাঙালীর সাথে আমরা প্রমিত ভাষায় কথা বলব । আঞ্চলিক ও প্রমিত ভাষার গুরুপাকে বাংলা ভাষার বিকৃত রূপ নিয়েছে । শুদ্ধ আঞ্চলিক ও শুদ্ধ প্রমিত ভাষার চর্চার প্রয়োজন । আঞ্চলিক ভাষা একটা সল্প সীমাবদ্ধতার মধ্যে ঘোরপাক খায় । তাই প্রমিত ভাষার চর্চার বিশেষ ভূমিকা রাখে । একজন বগুড়া জেলার মানুষ সিলেটে গেলে ভাষার তিক্ততায় তাকে প্রবাসী মনে হবে । তাই আমরা যখন একজন অপরিচিত লোকের সাথে কথা বলব তখন আমাদের ভাষার আদান-প্রদান থাকবে প্রমিত ভাষায় । এই চর্চার মধ্যে দিয়ে সমস্ত বাঙালীর ভাষা হয়ে ওঠবে একটি । তাই আসুন আমরা অফিস ,আদালত , স্কুল ,কলেজ ,ট্রামে বাসে  সর্বস্তরের ভাষা হয়ে উঠুক প্রমিত ভাষা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন