লেখার ডাগর মাঠ


রবিবার, ফেব্রুয়ারী ১৯

অনাবৃত ত্বক

জ্বালিয়ে দিয়ে বলছ , বৃষ্টি হবে ।
জ্বালিয়ে দিয়ে বলছ , বাতাস হবে ।

কোথায় আকাশ ? কোথায় জল ?
কোথায় বাতাস , যেখানে চিত্রাভ নীল ।

মেঘের মধ্যে মাছ উড়ে
সাঁতার কাটে ফুলের মধ্যে ফড়িং
তারার মধ্যে প’ড়ে ফোঁটাফোঁটা জল
নীল চিত্রাভ পাজরের হাড়ে ধুলো মিশে
বিক্ষিপ্ত ঝাড়ের বুকে জ্বলে নষ্ট ফিলামেন্ট

আমি একটি পুকুর চেয়েছিলাম
চেয়েছিলাম তার মুখের মধ্যে হৃদয়
তারপর তৃণভূমি , গাছ ,বন ,মেঘ ,আকাশ

যেখান থেকে বৃষ্টি বাতাস হাত ছানি দিবে
দিবে মাদল বাঁশি ঝর্ণা
তোমার চোখ ও চিবুক

জল কোথায় ? বাতাস কোথায় ?
কোথায় আঙুল ছোঁয়া নীচু ?
কোথায় পরাৎপর ?
আমার , “ ছায়া আমি ” নরম খণ্ডমেঘ সেতুতে
আজ রাতের বৃষ্টি আর বাতাস
অনাবৃত ত্বকে খুঁজে নেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন