লেখার ডাগর মাঠ


শুক্রবার, ফেব্রুয়ারী ১০

অঙ্কিত ষড়যন্ত্র

এ অন্তর্বেদনার নাম কি ?
ব্যথার স্তূপাকার , স্যাঁতস্যাঁতে ব্যর্থতা
ছোট ছোট শিরায় সংগ্রহ করা হবে
তার মহান স্মৃতিও সংরক্ষিত হবে
পরীক্ষার জন্য মেঘ স্রোতে আগমনীয় ।

এ বিরেচনের নাম কি ?
ভুলটা ছিল , অপরিবর্তীয় তৈরি ভুল
স্ববিরোধী মনে হলেও তৃতীয়বার ।
কারণটা ছিল
নিরবোধি লোকদের রক্ষা করতেই
স্নাতক প্রদর্শনী বাতায়নে চোখ রাখা ।

এ ভাষার নাম কি ?
যে বোবা হতেই , বিপজ্জনক নিরবতা ,
একটা দূর্বল জিম্মি , স্থানচ্যূত বিমুক্ত স্বপ্ন
তুচ্ছতার জৈব সংজ্ঞায় তা হয়েছে শেষ ।

এ ছিল - শিল্প ষড়যন্ত্র
স্ক্রল অভিবাদন ।

মাফ করবেন .....ফাঁকা নিঃসঙ্গতার মধ্যে
                       .......নিঃসঙ্গতা হারিয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন