লেখার ডাগর মাঠ


রবিবার, ফেব্রুয়ারী ২৬

এই , কি হলো

“তুমি যে আমার ওগো তুমি যে আমার । ” গীতা দত্ত । গ্লোবাল নয় । আঠারো ঊনিশ । শরীরে তখন সবুজ সবুজ গন্ধ । পড়াশোনো । বাবা-মা । শব্দ দূষণ । মন বলতে গাছ মাটি । সহিষ্ণু । সে থাকে মূর্ছা সুরে । কখনও বা হিন্দি গানে । মেট্রো থামে অন্ধ সুরঙ্গে । দম বন্ধে ডাকবাক্স । একটা তো প্রেম চাই । বুক দেখানো নরম মলাট । শরৎ কালের দীর্ঘ ছুটি । কলেজ তখন ডাস্টবিন । দু পাতা চিঠির বদলে জিও-র ফ্রী কল । এই তো সময় । যত পার প্রেম কর । তৃতীয় বিশ্বে ডিজিট্যাল জাদু । তবুও কেনো প্রেম শূন্য । ছেঁড়া নগরী । ক্লান্ত জেদ । ভিড়ের মধ্যে  ফস্ফরাস খোঁজো । সময় কম । ভাঙাচোরা মার্চ মাস । হাতে গোনা কয়েক দিন । সময় কম ধরা দাও । চাকরি আর প্রেম । আট লাখ । প্রথম ছোঁয়া । চটি ছেড়া সময় । সিগারাটের বদলে গনেশ বিড়ি । কানামাছি ফ্লাইওভার । ম্যাজিক জিও ফেলুদা । প্রেমের মত বাবা-মা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন