লেখার ডাগর মাঠ


বুধবার, ফেব্রুয়ারী ১৫

দুর-পাল্লা মেঘ

সুখ নেই মনে
ভেঙ্গে গেছে চশমার বাঁ-দিকের কানকো

সমুদ্রের কাছে দাঁড়িয়ে অসভ্য ঢেউ-এর
হৈ-হল্লার খ্যাপামিতে আমিষ মন অন্ধকারে সাঁতরায় ।

বাইশ বছর আগে হারিয়েছে ছাঁদনা-তলাবসা মেয়েটি
সন্ধেবেলা , সামনা-সামনি বসে যক্ষিনীদের ঠাট্টা-তামাশা
আড় চোখে সমুদ্র । কামিজের কোনায় তরল অক্সিজেন
সেই প্রথম ছুঁয়েছি , হাত দিয়ে নয় ,ঠোঁটে
                                     লুকানো বাঁ স্তন ।

তখন পর্যন্ত ঈশ্বরকে বন্ধু ভেবেছি সর্বাঙ্গে
আকাঙ্খার দলা পাকিয়ে ফিনকি বমি
সেই প্রথম বেরিয়ে যায় ঈশ্বর
বুক থেকে গলায় ,গলা থেকে বিশ্বাসে ।

বাইশ বছর অনেক কিছু ভেঙ্গেছি
চাপা পড়ে বালিশের তলায় তলিয়ে
অন্তর্বাস  স্বপ্ন , বিছানা গাছ-পাতার মত বাহির হয়ে ।

এখন একটা খুঁজতে হবে শুকনো স্মৃতি নদী
সেই কবে আভছা গোঁফে ভিজেছিল
                           বুক সাঁতারে বোতাম
ভেসে গিয়েছিল হাত পাখা গভীর তমসি গরমে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন