লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ২৭

অনেককে অনেক কিছু দিলে







এক সময় প্রতীক্ষায় থাকতাম । অনেক কিছু পাব বলে জীবনে । আমাকে অর্ধেক রেখে চলে গেলে । অনেককে অনেক কিছু দিলে । শুধু আমাকে ছাড়া । ফুল থেকে প্রজাপতি ধরে । গাছ থেকে নিশ্বাস নিয়ে । মাটি থেকে রঙ তুলে । অতিথির দিকে হাত বাড়িয়ে কফি চা । অনেককে অনেক কিছু দিলে । শুধু আমাকে ছাড়া । নখের আঁচড়ে আঁচড়ি উপহার দিলে । ঠোঁটে কাছে বসিয়ে বুকে পর্দা খুলে । রৌদ্রের দু ফোঁটা ছায়া দিলে । কথায় কথায় কত কথা দিলে । তবুও আমি অর্ধেক আকাশ রয়ে গেলাম । ঘুম থেকে ওঠে আয়নাকে লজ্জা দিলে । বুকের আঁচল টেনে লজ্জা মুছে দিনের আলোতে অবিকল রয়ে গেলে । অনেককে অনেক কিছু দিলে । শুধু আমাকে ছাড়া । ভুলের ঠিকানায় জ্বলে দেশলাই । আমার রৌদ্রে লেগেছে আগুন । যাবার সময় বৃষ্টি জলের রঙটুকুও নিয়ে গেলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন