লেখার ডাগর মাঠ


রবিবার, ফেব্রুয়ারী ১৯

কবিতা










ভালবাসা নীল নদ , তরল গভীর চাঁদ জল
সবুজ ঘাস পালক পাখি , এক শো চুমু দীঘি ।

ভালবাসা পেলে নারী হয় উচ্ছ্বশৃঙ্খল ধূলো পথ
পুরুষরা মরে জ্বরে ,বুকের মধ্যে বাজে বেহালা

ভালবাসা অপঘাতে মরলে ঋতুর পর ঋতু আসে ঘরে
অন্য নারীর শরীর শতেক বছরের হেমলক শেকড় হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন