লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ২৭

ঠাঁই

এবার বলব , শোনো তবে
ভিতরে কার যেনো তপ্তাঙ্গুল-
ছোঁয়া অন্ধকার ঝিনুকে

ঠোঁটের উপরে ভাবনা বসে
হেঁটে পৌঁছায় বিকাল
আমার তীব্র সমুদ্রে শীতল
ঠাণ্ডা ঢেউ খেলে । সাদামাঠা ।

পঞ্চম শ্রেনীর লকলকে চেহারাটা
বাঁকা আল্ পথে অবহেলায় কাদা
পুরনো বন্ধুরা ছাড়াছাড়ি
স্বপ্ন দেখি কেবল উপোসি চোখে
অঘোর স্মৃতি কি ভাবে ফিরবে
তপ্ত ঠেলে ঠেলে কে যেনো ঢুকে পড়েছে
খুঁজতে গিয়ে ফিরে আসি দত্তপাড়া লেনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন