লেখার ডাগর মাঠ


সোমবার, ফেব্রুয়ারী ২৭

মেঘ ষড়যন্ত্র

মাঝে মাঝে আকাশটা বড় অচেনায় মেঘের মুখোশ । জল পরীদের ঘরে ভূতাসুর । মাঝে মাঝে ভয় পায় । মাঝে মাঝে কাধ বেকিয়ে সাহসি । আত্মবিশ্বাস ফিরতেই দাঁতাল মেঘের আগমন ।  আমি তখন অবাক হই । পালাবো পালাবো ভেবে । বুকের মধ্যে নিশ্বাস টানি । এই তো আর দু মাস । চোখে আর নাকে জ্বলবে মোশাল । আমি তখন আরও ভয় পেয়ে খাটের নিচে লুকাবো । বাচ্চা হতে যতটুকু সময় লাগে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন