লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৩

ধর্ম করেছে বিভেদ

ধর্ম মানুষ কে বিভেদ করেছে । মানুষের বিবেকেও বিভেদ করেছে । সামাজিক নিয়ম নীতিকেও পাল্টিয়ে দিয়েছে । মানুষের অধিকারের তফাত ঘটেছে । মানুষ মৌলিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছে । ধর্মের কৃত্রিম্মত্বে মানুষ তার বুদ্ধিকে কুবুদ্ধিতে পরিনত করেছে ।

মানুষের মধ্যে বরাবরি দুই শ্রেনীর মানুষের প্রভাব দেখা যায় । নির্বুদ্ধি মানুষ আর বুদ্ধিমান মানুষ । আর এই বুদ্ধিমান মানুষ সামাজে প্রভাব বিস্তার করে । সম্ভবত তাদের হাত ধরেই এই ধর্মের আগমন । ধর্ম সৃষ্টি থেকে আজ অবধি মানুষকে মানবিক করতে পারেনি । বরং মানুষকে করেছে ঘর ছাড়া , ভূমি ছাড়া , মাঝে মাঝেই ঘটেছে সামাজিক বিপর্জয় । তাই সব শেষে বলব , মানুষের বৈশিষ্ট কি ? তার গুন ও প্রকৃতই বা কি ? মানুষ কোন যাদু বলে আদিম যুগ কে অধুনিক যুগে পরিনত করল ?

      -নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন