লেখার ডাগর মাঠ


বুধবার, মার্চ ১

বলো কে ?

আমার মৃত্যু হয়ে গেছে ।

আমি ইথারে দ্বৈবানী হয়ে বাস করি ।
আমি মৃত্যু খেকো দাঁড়িয়ে নিত্য অপেক্ষা
শব্দের মধ্যে-যে-মৃত্যু  পৃষ্টায় ধ্বংসাত্বক
তার  অন্যপৃষ্টায় আমি অসভ্য ।

আমার মৃত্যু হয়ে গেছে ।

আমার দিকে ছুটে আসে গর্ববোধ অবহেলা
আমার স্পর্শে আনয়ন মানে সর্বভুক মৃত্যু
দুঃখ-কষ্টও আমার বাহুতে লিখেছি ছড়াকারে ।
সেই ছড়া গা হয়েড়ে কালো পতাকায়
শোষণের গুঁড়ো জ্ঞান-ধুলায় রক্ত আবির
আমারড়্গ পিঠ মোড়া বলি মৃত্যু আলো
তাই-আমি বিশ্বজুড়ে জং ফেব্রিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন