লেখার ডাগর মাঠ


রবিবার, মার্চ ৫

ঈশ্বর মারা গেছে

আস্তি নাস্তিক

আমি ঈশ্বর অস্তিত্ব সন্দেহে উন্নিদ্রা । অন্ধকারে চোখ কাদে । অবিশ্বাস্য আসক্তেঈশ্বর আমাকে বলেছেআমাকে শুধু বিশ্বাস করআমিই একমাত্র কারণ । ঝড় , বৃষ্টি , জরায়ু , গাছ , সহবাস ,লিঙ্গ , উত্তেজনা সব আমিআমাকে প্রশ্ন ক’র না ! আমাকে তুমি কেনো জিঞ্জেস করবে ! এইটি কেবল তোমার অন্ধত্ব সদ্গুণকেবল এটাই বিশ্বাসের.....। আমি তোমাকে ভালবাসিতখন বিশ্বাস আর জ্ঞান দু’ পায়ে হাঁটেচার পায়াদের মত আমি বন থেকে বনে প্রাচীন যুগ খুঁজি ।  প্রশ্নের আমিত্বেতবে কি ঈশ্বর প্রেম সাজানো উত্তোলিত ! বিশ্বাসীদের চোখে চোখ রেখে ধ্রবযুদ্ধে ক্লান্ত হইজীবন আবার ফিরে যায় পৌরানিক অদৃশ্য ভালবাসায় ডুবতেহঠাৎ আবার বন্ধ দরজার পিঠে ঠকঠক শব্দ শুনিটের পায়নি তিনি কে? অনন্ত দুর্বোধ্যতাঘাতক না বন্ধু ! আমার সত্য ছিদ্র খুঁজে নিরাপত্তা পেতে

নাস্তিক

আমি গাছের গন্ধ পাচ্ছি উজ্জ্বল সবুজ । আমি দেখতে পাচ্ছি আলো । রাতের আকাশে বিন্দু বিন্দু । ভীতরে এক জোড়া বাচ্চা ঘুমিয়েছে ।  নিভাঁজ আশা ঘুড়ির সূতোয় উড়িয়ে । আমি অসংখ্যা মুখ দেখি গ্যালিলীয়র চোখে । প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে সবাই । যে ঘন্টাটা বাজচ্ছে । ফ্রায়ারব্রীগেটের ঘন্টা না ছুটির ঘন্টা ! অনুসন্ধিৎসা ।  ঘন্টা বাজে ; ঘন্টা বাজেই । কি বলবেন ? নেকড়ে না তোতা ? আমি কান পাতি । কান দিয়ে কর্ণ প্রসব করে ।অনুর্বর মস্তিষ্ক কোষ হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে । মানব জাতি এক । কন্যা ও পুত্র । আস্তিক বা নাস্তিক আমরা সবাই ডাগর শাশ্বত আকাশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন