লেখার ডাগর মাঠ


শুক্রবার, মার্চ ২৪

ধর্ম ও ঈশ্বর নিয়ে আলোচনা fb


Debajyoti Dutta
পিকে অপরাধী তিনটি নাস্তিকের নাম দাও ।

Kallol Kumar
পরিচিত নাকি অপরিচিত?

Debajyoti Dutta
দাও না চিনি যাদের

Kallol Kumar
সানিউর রহমান,জয় রহমান,খায়রুল আনাম।

Debajyoti Dutta
এরা নাস্তিক নাকি?

Kallol Kumar
স্বঘোষিত।

Debajyoti Dutta
চিনি না

Debajyoti Dutta
অপরাধ ?

Kallol Kumar
সানিউর রহমানে অপরাধ আপাতত পালিয়ে জাল ডকুমেন্টে অন্য দেশে আছেন,টাকা তুলছেন মুসলিমদের গালাগালি করে।ভিডিও দিচ্ছেন মুসলিম গালমন্দ করে কামিয়ে খাচ্ছেন।
জয় রহমান হাতে রাধা স্বামীর উল্কি করে বাপ মা কে পিটাচ্ছেন(পাড়ার সংগৃহীত তথ্যানুসারে),মদ খেয়ে স্বাতীক বাড়ীতে গরুর মাংস রান্না করছেন বাবা মায়ের কথা অগ্রাহ্য করে।ধর্ম পরিবর্তন করে কবীর সুমনের মতো বিবাহ নেশায় আক্রান্ত।ফেক আইডি ফেসবুকে চালান।
খায়রুল আনাম কথিত নাস্তিক বামপন্থায় আক্রান্ত,বিজেপি আর এস এস শুনলে জন্মধর্ম মনে পড়ে।এনার সাথে আমার ভালোলাগা আছে জ্ঞান আছে বলে তাই এনার বিষয়ে আর বিশদ বলবো না।কথিত আছে ছুপা মুল্লা বলে।

Debajyoti Dutta
দুর এরা নাস্তিক না !

কবির সুমন এখন টুপি পড়ে

Kallol Kumar
নাস্তিক স্বঘোষিত। নাস্তিক বলে কিছু হয় নাকি? নাস্তিক্যবাদ তো সনাতনেরই একটা ধারা।

Debajyoti Dutta
নাস্তিক মানে যে নিজেকে বিশ্বাস করে না

Debajyoti Dutta
বুঝতে পারলা ?

Debajyoti Dutta
যে ঈশ্বরকে বিশ্বাস করেনা তাকে নাস্তিক বলে না

Kallol Kumar
নন্দন দা বলবে।
আমি জানতাম যার বেদে বিশ্বাস নেই।বা ইশ্বরে বিশ্বাস নেই।
নন্দন দা বলে যে সন্দেহবাতিক প্রশ্নপ্রবন সেই নাস্তিক।

Debajyoti Dutta
ওটা ধার্মীকরা দিয়েছে

Debajyoti Dutta
প্রত্যেকটা মানুষের ধর্ম আছে । ধর্ম ছাড়া কোনো বস্ত ও জীব নেই

প্রকৃত বৈশিষ্ট গুন এই তিনটিই ধর্ম ।

Kallol Kumar
হুম। রিলিজিয়ন আর ধর্ম আলাদা।
এখানে উদাউট রিলিজিয়ন বোঝাচ্ছে নন্দন দা আসলে

Debajyoti Dutta
তোমাদের আলোচনা দেখি ।
সমাধানহীন আলোচনা হয় তোমাদের

Kallol Kumar
আমি টাইম পাস করি তবে আরব সংস্কৃতির উপর রাগ আছে অস্বীকার করবো না।

Debajyoti Dutta
ওটা পোষাকী ধর্মমত

হিন্দুদেরটাও যে খুব ভাল ইতিহাস তা বলে না

খুব ভাল হতো........।

ধর্ম নিয়ে কথা বললে বা লিখলে ধর্ম প্রান মানুষগুলো রে রে করে তেরে আসে । আরে বাবা তোমরা না বলো , ঈশ্বর সর্বশক্তিমান । এ কথা তো তোমরা বলো না । যে জনগণের শক্তিই ঈশ্বরের শক্তি । হ্যাঁরে ভাই , ঈশ্বর শক্তি প্রয়োগে এরিয়াও ভাগ করে নিয়েছেন । ভারতে যেমন ভগবানের শক্তি বেশি । তেমনী বাংলাদেশে আল্লার শক্তি বেশি আবার ময়ানমারে বৌদ্ধদের ।

আজ পর্যন্ত প্রচুর ধর্ম পুস্তক পড়েছি । কোনো পুস্তকেই দেখিনি ঈশ্বরকে বলতে । হে মানব জাতি আমার অস্তিত্ব আমিই রক্ষা করব । আমার অস্তিত্ব রক্ষায় তোমরা হানাহানি করো না । তোমরা বিশ্বাস রাখবা আমার প্রতি যে ,আমি সর্বশক্তিমান । কোনো ধর্মীয় পুস্তকেই আমি এই কথাটি ঈশ্বরকে বলতে দেখিনি । বললে ভাল হতো । ঈশ্বরের দুনিয়ায় বিভাজন থাকত না । আস্তিকরা ধর্ম যাওয়ার টেনশনে ভুগতেন না ।

- নাস্তিক দেব

Debajyoti Dutta
এই লেখাটার উত্তর দাও

Kallol Kumar
আপনার বাড়ীতে কিছু খারাপ ঘটমান অতীত বা অভ্যেস থাকলে সেটা পরিবর্তন যদি করতে পারেন তাহলে সেটা ভালো।
কিন্তু এরকম জদি হয় জানি ভুল কাজ তবু দাদু বলে গেছেন তাই ওটাই মানতে হবে,ভুল বলা যাবে না।সেটা সঠিক হয় কিকরে।

Kallol Kumar
ইশ্বর এক শক্তি আর পৃথিবী সেই শক্তির আধান।শক্তি আর আধান সকলকে চালনা করে তাই সকলের মধ্যেই ঈশ্বর,আমরা সবাই সেই শক্তির অংশ।মানুশের মধ্যেই ঈশ্বর। জীবই শীব আবার জীবে প্রেম কিরে জেইজন সেইজন সেবিছে ঈশ্বর

Debajyoti Dutta
যখন হিন্দু মুসলিমে রক্তারক্তি করে তখন কি ঈশ্বরের সাথে ঈশ্বরের বিবাদ হয় ?

Debajyoti Dutta
ধর্ম বস্তুবাদ
ধর্মমত ভাববাদ

গণ্ডগোলটা এখানেই

Kallol Kumar
হিন্দু মুসলিমের লড়াই কেনো হবে? ধর্ম আর অধর্মের লড়াই হয়।মুসলিম রাও সনাতন।আরবী সংস্কৃতি,আর নবী নামক গুরুপ্রথা ওটা।

Debajyoti Dutta
হলো না , তোমার ঈশ্বর সংজ্ঞার সাথে পরবর্তি ব্যাখ্যা

Debajyoti Dutta
পৃথিবীতে মন্দির মসজিদ ভাঙার যত ইতিহাস আছে তা ধার্মীকরাই করেছে । নিজের ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে ।
আজকে কোন মুসলিম যদি ভাবে সাবা পৃথিবীর মানুষকে আমি অস্ত্রের ভয়ে ইসলামি বানাব । কাজটা তোমার কাছে অন্যায় মনে হতে পারে সে তো ধর্ম প্রতিষ্ঠা করতেই অস্ত্র ধরছে ,মানে তার ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে । যেখানে ঈশ্বর প্রতিষ্ঠা মূল লক্ষ সেখানে তুমি কিভাবে বলতে পার তিনি যা করছেন অন্যায় করছেন

Kallol Kumar
সনাতন কাউকে অস্রের ভয়ে ধর্ম পরিবর্তন করতে করাতে বলেছে?

Debajyoti Dutta
তুমি জাননা । শঙ্করা চার্য্যের জীবনি পড়ো । ল্যাঠাল বাহিনী নিয়ে সারা ভারতে কি করেছে ।

Debajyoti Dutta
সনাতনে কিভাল আছে প্রস্নটা তা না । এখানে আমি ন্যায় অন্যায়ের সজ্ঞা দিলাম

Kallol Kumar
আমি শংকরাচার্জের মায়াবাদে বিশ্বাসী নই।আমি কোড নেম গডে মনি ভৌমিকে অনুপ্রানিত।রবী ঠাকুরের নজরে ঈশ্বর দেখি।মায়াবাদ ভ্রান্ত ধারনা।

Debajyoti Dutta
আমরা নিজেদের ধর্মকে ভালবাসি বলেই অন্যের খারাপটা চোখে পড়ে । এটা লজিক্যাল ব্যপার । বাবা ঘুষখোর হলেও ছেলে কাছে বাবা সত ও হীরো

Kallol Kumar
চোখে পড়ার বিষয় নয়।স্পেসিফিক কিছু বিষয় ত্যাগ করলে ইসলাম সেরা মতবাদ হোতো।কিন্তু ঐ অপরিবর্তন সংসারের নিয়মবিরুদ্ধ কাজ

Debajyoti Dutta
হুম এটাই ধর্মমত । ধর্ম না । যেখানে ধর্ম একএকটা মানুষের কাছে একএক রকমে ভাবে ধরা পড়েছে ।

গোরুর বাচ্চা জন্মানোর পরপরই হাঁটে লাফায়
কুকুরের বাচ্চা জন্মানোর পরপরই সাঁতার কাটতে পারে জলে
মানুষ তা পারে না
এর কোন পরিবর্তন নেই ।

Kallol Kumar
হ্যাঁ এটাই ধর্ম

Debajyoti Dutta
তাই আমি মনে করি নাস্তিক মানে যে নিজেকে বিশ্বাস করে না । আমি যদি নিজেকে বিশ্বাস না করি ,তবে আমি যে মানুষ তা ভুলে যাব , আর সেটি ভুলে গেলে আমার ধর্মটাও আমি ভুলে যাব ।

আমার ধর্ম ভুলে গেলে বৈশিষ্ঠ গুন প্রকৃতি এর যে কোন একটা বা দুটোর ঘারতি দেখা দিবে ।

আমার গুন ভুলে গেলে অন্যায় কাজ করতে মানবিকতায় লাগবে না
বৈশিষ্ঠ ভুলে গেলে ধর্ষক হতে বেশি সময় লাগবে না

Kallol Kumar
একদম তাই

Debajyoti Dutta
তাহলে আলোচনা এখানেই শেষ করা যায় ।

Kallol Kumar
ইয়েস।অপেক্ষায় রইলাম নাস্তিক নন্দন দার টিপ্পনির।

Debajyoti Dutta
সানিউর বিডির ছেলে । চাপাতির হাত থেকে বাঁচতে ইণ্ডিয়ায় আশ্রয় নিয়েছে । ওজানে মুসলিমকে গালি দিলে ইণ্ডিয়ায় জীবনটা ও পেটটা রক্ষা পাবে । ও কে তুমি নাস্তিক (তোমার ভাষায় ) বলো না । ও জীবন ও পেট বাঁচাতে ভণ্ডামী করছে

নন্দন ধর্ম মতের উপর কথা বলে

Kallol Kumar
সেক্ষেত্রে নব্দন দা কেই একমাত্র নিরপেক্ষ মতামতে পাই।তবে নদন দা নাস্তিক নয়,হিন্দু সংশয়বাদী বা ঈশ্বর অনুসন্ধানকারী বলা ভালো

Debajyoti Dutta
হুম । মধ্যপন্থি । ও বিশ্বাসকে পোক্ত করতে চাইছে । ও ভাবছে ঈশ্বর থাকলেও থাকতে পারে । যদি আলোচনার মধ্যে আমার বিশ্বাস অবিশ্বাসের সমাধান পাই

মধ্যপন্থিরা পাপকে পাপ বলে , অন্যায় বলে না ।

Kallol Kumar
না নন্দন দা অন্যায় বলে।পাপ পুন্নে যদিওবা আমার আস্থা নেই।নন্দন দার ও নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন