লেখার ডাগর মাঠ


শনিবার, মার্চ ১১

যখন তুমি বুড়ো

তোমার জন্য বৃষ্টি লিখি । দরজায় দাঁড়িয়ে মেঘ দেখব বলে । জানলার ফাঁকে সূর্যাস্ত সাঁতার কাটে । আকাশের রঙে কোন অজুহাত নেইসারাদিন লিখি পাতার পর পাতা বৃষ্টি

টবে গাছ লাগায় । প্রথম ফুলটি তোমায় দিব বলে । আমার অন্ধকার ঘরে, টবের লাল ফুলের সরীসৃপ লতা আলোর দিকে ছুটে । তোমার দিকে ছুটে । বৃষ্টি ছোঁয়া আদরের আশায় ।

এলোমেলো হই , যাযাবর হই । লোকাল বাসের সীটে । খুঁজতে থাকি তোমার নাম ।
ঘুপচি ঘরে বসে থাকি । লজ্জা পরীক্ষা করি । এলোমেলো হই । নিরাকার অন্ধকার ধরতে চেষ্টা বিফল ।

তোমার জন্য গণতন্ত্র লিখি । তবুও তোমার গণতন্ত্র নিশ্চুপ ডানায় ওড়ে । গাঢ় বিসর্জন । জল থেকে তুলি । ঝিনুক অন্ধকারে মুক্ত
গলিয়ে আলো জ্বালায় । তুমি আসবে বলে । এ আমার দুঃস্বপ্ন বিশ্বাস । শীতের লেপে মুখ ঢাকা চোখ জাগে । ভয়ে ভয়ে ।

উপুড় করা আকাশ , বেল ফুলি মেঘ । তোমার জন্য বৃষ্টি লিখি । ইথার মাদুলিতে তোমার কথা ভরি । অনন্ত রোগের ঔষধি বাহুতে জড়িয়ে । তবুও প্রতি রাতে বৃষ্টি ঝড়ে । ধূসর ঘুমে কলম খুঁজি । বৃষ্টি বৃষ্টি শব্দ জলে ভিজে বিবর্ণ পৃষ্ঠা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন