লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মার্চ ৯

নারী দিবসে ফেসবুকে লেখা টুকর স্টাটাস

নারীরা এত ক্ষমতাবান যে , স্বামী ছাড়া নিজের বাচ্চাকে মানুষ করতে পারেন কিন্তু একজন পুরুষ তা পারে না.....



বংশের সন্মান যাওয়ার অজুহাতে বহু নারীকে পুরুষরা মেরে ফেলেছেন ।

নারীদের প্রতিক্রিয়া জানতে চাই ।



ধর্ষক নারীর জীবনের কোনো সমস্যা নয় , সমস্যা নারী সচেত্নতা ।

-নাস্তিক দেব



আমি এমন সমাজ দেখতে চাই , চাকরি জীবি নারীরা বেকার ছেলেদের বিয়ে করে ,নিজে স্বামীর বাড়িতে না গিয়ে বর-কে নিজের বাড়িতে নিয়ে আসুন ।



কোন ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করলে সামাজিক সন্মান শুধু মেয়ের বাবারই যায় কেনো ?



শিক্ষিত ও চাকরি জীবি মেয়েরা ইচ্ছা করলেই পুরো নারী সমাজের রীতি নীতি পরিবর্তন করতে পারেন ।



বেশির ভাগ বাড়ির মা'রা ছেলের যৌতুক নেওটা সমর্থন করেন কেনো ?


মেয়েদের বিয়ে হলে স্বামীর বাড়িতে থাকতে হয় কেনো চিরদিনের মত ?


বাবা-মা ছেলেকে লেখা-পড়া শেখান চাকরি ধরার জন্য আর মেয়েকে লেখাপড়া শেখান ভাল ঘর-বরপেতে



স্বাধীনতা পেতে বহু দেশ শেষ পর্যন্ত হাতে অস্ত্র তুলে নিয়েছেন । নারী স্বাধীনতা পেতেও কি নারীদের শেষ পর্যন্ত হাতে অস্ত্র তুলে নিতে হবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন