লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, মার্চ ৭

হিন্দু

১) মোঘল সম্রাট আকবর বলেছেন :-" বন্ধুত্ব করেই হিন্দুদের হারানো সম্ভব, যুদ্ধ করে নয়।"
.
২) সিকান্দর বলেছেন :- হিন্দুদের যুদ্ধে হারানো ততটাই কঠিন,যতটা কঠিন, কোন ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবর ছিনিয়ে আনা।
.
৩) মহম্মদ ঘোরী বলেছেন :- যদি কোন জিনিসের প্রয়োজন হয়, তাহলে হিন্দুদের কাছ থেকে চেয়ে নিও, ধোকাবাজী করে যদি ছিনিয়ে নাও, তাহলে তারাও সমূলে ধ্বংস করে দেবে।
.
৪) ইংরেজরা বলেছেন :- যদি হিন্দুদের বিরুদ্ধে জয়ী হতে চান, তাহলে তাদের নিজেদের মধ্যে লড়িয়ে দেন।

তাই হিন্দুদের সর্বদা একটা কথা মনে রাখা উচিত, নিজেদের মধ্যে কোন লড়াই, বিবাদ, ঝগড়া নয়। সর্বদা একতার সঙ্গে থাকতে হবে।
একতাই হলো সর্ববৃহৎ শক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন