লেখার ডাগর মাঠ


শুক্রবার, মার্চ ৩

সবুজ দাগ আঁচড়

এত সবুজ দ্বীপ হয়ে দাঁড়িয়ে
খোলা মাঠে ছড়ায় ভালবাসা

সূর্য থেমে গেছে স্টেডিয়াম লেকে
জলের মধ্যে শরীরের তরল ছায়া

আমি বসে আছি লেকের দু’ধারে
সমুদ্র বুকে সবুজ রঙের অরণ্যে

এত সবুজ ট্র্যাফিক হয়ে দেখে ভিড়
মাথার মধ্যে ট্র্যাফিক জ্যাম লাল শেড

প্লীজ তুমি রাগ ক’র না কান মোলছি
পালিয়ে রেখো না বুকে মধ্যে মৃত নগরী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন