লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ৯

ঘূর্ণায়মান সমুদ্রে কম্পাসহীন ভেসে-চলা

ঘূর্ণায়মান সমুদ্রে কম্পাসহীন ভেসে-চলা
দেবজ্যোতিকাজল

আমি ক্লান্ত । নীজের পিছু ছুটে ছুটে
আমি হিংস্র রকম ক্লান্ত বোধ করছি ।

তবুও আমি যুদ্ধের মাঠে দাঁড়িয়ে
ক্লান্তির সঙ্গে যুদ্ধ করে চলি একটানা ,
চেষ্টাগুলো-
বোধহয় সব মিথ্যে হয়ে যায়
আমি কি-
তবে সত্যিই ঠিক আছি ?

আমি ঘুমাতে চাই
দিনের এক সমুদ্র রৌদ্রতেই

স্বপ্নগুলো
আমাকে খুঁজে বেড়াচ্ছে
ভয় হয়
যদি খুঁজে না পায় !
তাই আমি ঘুমাতে চাই ..।

আমি কি জলের উপর ভাসছি
ডুবে যাওয়া মাতালের মত
একটি বিশাল সেতু হয়ে ?

স্মৃতি
অভিজ্ঞতা
আবেগ
দমন করা অধিক চাপ
সেতুর চেয়েও ভারি
চোখের পাতা আমায় টানছে
প্রথম পলক পড়া ঘুমে ;

স্রেফ নিজের জন্য যুদ্ধ ক'রে
অদৃশ্য স্রোতের মুখে চলি
যুদ্ধ থামাই রহস্যের ঘনত্বে
চোখ খুলে দেখি
আমি এক অভিশাপ্ত ক্লান্ত পথিক..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন