লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ২

ধর্মের ভজকটো

ধর্ম একটা ভজকটো জিনিস । স্বার্থে আর তর্কে এইটি ব্যবহার হয় বেশি । নীতিগত পালনে ব্যবহার হয় না । আর তাছাড়া ধর্মের নৈতিক নীতি বলতে যা বোঝায় তা হলো অনুশাসন । আর সেটি নিজের সুবিধা মত পুরুষরা ব্যবহার করে । ধর্ম মানুষের মৌলিক অধিকার হরণ করেছে । স্বাধীনতা হরণ করেছে । ধর্ম মানুষের আত্মচেতনা-কে বিলুপ্ত করেছে । একটা অলৌকিক ভয় কে সামনে রেখে ধর্মীয় শাসন কায়েম করেছে । যেহেতু জন্ম হলে মরতে হবেই । তাই এই মৃত্যু কে ঘিরে সুখ আর শাস্তির অলৌকিক ভয় মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে ধর্মিয় রাজ কায়েম করেছে । সবচেয়ে বড়ো প্রশ্ন ধর্ম মানুষকে কি দিয়েছে ? এই সহজ হিসেব বা উত্তর বের করতে বিজ্ঞ মাথার প্রয়োজন নেই । একটু ভাবলেই তার সঠিক উত্তর পাওয়া যায় । খোঁজে বলুন আপনাকে ধর্ম কি দিয়েছে ?

        - নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন