লেখার ডাগর মাঠ


সোমবার, জানুয়ারী ১৫

জীবন কাঠুরে

আমার গায়ের গন্ধে বিকেল নামে উষ্ণতায়
নামে তেজপাতা রঙের সন্ধ্যে ধূসর বিছানায়

আমায় ডাকছে শরীর ঝুঁকে
ঠাণ্ডা রাতের তলপেট থেকে

আমি আজ অসুস্থ , সবুজ ত্বকের জানলা বুকে
কবোষ্ণ শরীর উড়ে যায় চিতার আগুন শুঁকে ।

ঘুমায় চোখ রোদের ফাঁকে
ছেঁড়া বাতাস সম্পর্ক চুকে

আমি নিজেকে নিজে ডেকে পাই না সাড়া শেকড়ে
শীতের রাতে মরা শহর কেঁদে যায় জীবন কাঠুরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন