লেখার ডাগর মাঠ


বুধবার, জানুয়ারী ১৭

শীত শিল্প

শীত শিল্প
দেবজ্যোতিকাজল

শীতকালীন সূর্য ফুটে হিমশীতল ভোরে
তৃষ্ণার্ত রোদ খোঁজে উষ্ণ চাদর মুড়ে

ব্যস্ত সূর্যের সময় নেই
আসতে আমার উঠোনে
পাহাড় দেশে , মেঘাড়ালে
কি করে কে জানে

চারিদিকে ঠাণ্ডা বাতাস বুকের শ্বাস মরে
স্যাঁতস্যাঁতে দেহ নিয়ে ভেঙে পড়ি ঝড়ে

আমার নরম চামড়া
আসাড় হয় মেঘ বেদনায়
লুকিয়ে যায় কুয়াসায়-
আমি কোন আজনায়

জানলা ছাপিয়ে কুয়াসা ভাসে শিল্প ধোঁয়ায়
পুরো পৃথিবী অন্ধ হয়ে গেছে মৃত খরায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন