লেখার ডাগর মাঠ


রবিবার, জানুয়ারী ১৪

ফিরে আসুক

এমন কোনো ছোটবেলা আবার আসুক
নতুন করে অবুঝ মন আবার সে মাতুক

ঘড়ির কাটায় সময় গেছে । অনেক কাল
বুড়ো নদীর বুকে ওড়ে । ছেঁড়া পাল ।

চোখের কাছে ছুটে যায় । সে-সব মৃত তারা
নস্টালজিয়া খোঁদাই করে । পাগলপারা ।

যখন আমি ছিলাম ছোট । রৌদ্রে হতেম চঞ্চল
নিজের ছায়ায় পেতাম ভয় । পড়ত চোখের পল ।

আমার মাথার মধ্যে উড়ন্ত ইমেজ । পাখির মত উড়ে
নেউটে মন স্বদেশটা-কে সাঁঝের তারায় ধরে ।

সেই পুরনো শান্ত ঘরে । এখনও বসে কোণায়
মধ্যে বয়সি জীর্ণ হাতে । স্বপ্নে গীটার বাজায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন