লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ৯

বুকের কাছে রোদ

বুকের কাছে রোদ
দেবজ্যোতিকাজল

আগুনে গলে যায় পাখি
রৌদ্রের নীচে পড়ে ছায়া
মাটির কাছে নদীর কাছে
রেখে যায় দীর্ঘ দুঃখ-মায়া ।

এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
সীমানা বুঝে না কার সে দেশ
খুঁজে এ মন পুরনো স্বপ্ন
ফেলা আসা যত রকম আবেশ ।

কে তুমি ফ্রেমবন্দি এক ঝাঁক
রৌদ্র আগুন পরশ । বলে যাও-
তুমি কোন আকাশের সুরহীন সূর্য
হারানো পুরনো আলো কেনো দাও ।

জানি , তুমি হারিয়ে ফেলছো আমায়
রাখনি চিহ্ন কাছে শব্দে কিম্বা রঙে
তবুআমি টের পায় তোমায় -
গভীর পথে হেঁটে, মায়ার রেলিঙে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন