লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জানুয়ারী ১১

আমার শরীর যখন ঈশ্বর নয়

আমার শরীর যখন ঈশ্বর নয়
দেবজ্যোতিকাজল
↓↑

আমার শরীর যখন ঈশ্বর নয়

তখন ,
প্রতিটি দৃঢ় চোখ থেকে গজাবে বৃক্ষ
যেখান থেকে বেরিয়ে আসবে ফল

বিশুদ্ধ বিশ্বের উপর নাচবে অরূণিত
আমার গান হবে আগুন ঠোঁটের গর্ভ

একটি গোলাপ , বাসন্তী হয়ে জন্মাবে
দ্বৈত যুগল করবে অনুভূতি অপচয়

বুকের কাছে শুয়ে থাকবে মানবতা
নির্মেঘ শক্ত আঙুলে হিম ফুল ফুটবে

উত্সাহী পাখির ভিতর ঈশ্বর মরবে
মমতা জন্ম নেবে মানুষের বুক ছুঁয়ে

মুখে মুখ ছুঁয়ে ডানা মেলে
আমার হৃদয় হবে সব সময় -
একটি তর্জণী বেলাবাসী...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন