লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জানুয়ারী ৪

ঝুলে আছে সমাজ

১১

সবাই পরিবর্তন চাই আঙুল উঁচিয়ে
পরিবর্তন হয় কয় জন মনে–প্রানে ।

১২

যৌবন বংশগত চিহ্ন রাখে বিলবোর্ডে
একটি প্রশস্ত সমুদ্র গোপনে রাত্রি জাগে ।

১৩

সূর্য আমার ত্বকে ডুবছে ঝুলে
জলের মধ্যে বলিরেখা দেখি ।

১৪

যারা জ্যোৎস্না-কে মাড়িয়ে হাঁটে
তাদের দুই চোখই অন্ধ ও সাদা ।

১৫

যারা মানুষের কাছে এসে দাঁড়ায় হেসে
তারা মৃত্যু দেখে ভয় পায় না কখনও ।

১৬

যারা গাছে’র কাছে যায় না রোজ
তারা মানুষ হয়ে উঠতে পারে না ।

১৭

যে আগে প্রতিবাদি কবি ছিলেন
তিনি এখন এলিট হয়ে গেছেন ।

১৮

একটি হাসির মৃদু ঝিলিক
বসন্ত হয় স্বর্বসান্ত দৈনিক ।

১৯

অনেক দিনের প্রেম শরীর খোঁজে
মাছি খোঁজে নোংড়া নর্দমা উড়ন্তে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন