লেখার ডাগর মাঠ


রবিবার, জানুয়ারী ১৪

লেখার খাতা

মমতা বিকালের চোখে । তেজপাতা রঙে সন্ধ্যা নামে । রক্তের ভিতর প্রাচীন ঔষধি শেকড় । সবুজ ত্বকে ধূসর জানলা উঁকি ঝুকি দেয় শীত ।
বাতাসে ছেঁড়ে যায় রাজহাঁসের পালক । কবোষ্ণ শরীর উড়ে যায় চিতার আগুনে । সুরের রাতটা বেজায় ঠাণ্ডা । সকালের ফেরুওয়ালা শীত চুপিচুপি ঢুকে পড়ে পড়ার মোড়ে কুয়াসাগুচ্ছে । পৃথিবীর আনাচে-কানাচে বুনো উষ্ণতায় বরফ জমেছে । রোদের ফাঁকে শীতের তলপেট । শীত ঘুমে জেগে ওঠে ।

আমার গায়ের গন্ধে বিকেল নামে উষ্ণতায়
নামে তেজপাতা রঙের সন্ধ্যে ধূসর বিছানায়

আমায় ডাকছে শরীর ঝুকে
ঠাণ্ডা রাতে তলপেট থেকে

আমি আজ অসুস্থ , সবুজ ত্বকের জানলা ঝুঁকে
কবোষ্ণ শরীর উড়ে যায় চিতার আগুন শুঁকে ।

ঘুমায় চোখ রোদের ফাঁকে
ছেঁড়ে বাতাস সম্পর্ক চুকে

আমি নিজেকে নিজে ডাকে পাই না সাড়া শেকড়ে
শীতের রাতে মরা শহর বনান্তে যায়
জীবন কাঠুরে ।

...................…................................

আমি যদি লিখতে না পারি
আমার গৃহপালিত ভয়ানক অনুভূতি

আমি যদি না লিখি
আমার ভয়ঙ্কর অনুভূতি নিয়ে
তার মানে এই নয়-যে
লিখবো না আর দীর্ঘ সময়ে ।।

**********************************
এটি তার দোষ নয় , নয় তো দোষারোপ
ভয় থেকে স্বার্থপরে বেড়ে ওঠার রোগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন