লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জানুয়ারী ২৫

মেঘালয় বিষণ্ণ

আজ রাতে
আমি একটি
সর্বাধিক বিষণ্ণের কবিতা লিখব ।

দৃষ্টান্ত , রাতের নক্ষত্রপূর্ণ
তারা নীল দূরাকাশে কাঁপে ।

রাতের আকাশ গানে
বাতাসের মীড় গান্ধারে পৌঁছায় ।

আমি আজ
একটি সর্বাধিক দুঃখের কবিতা লিখছি

আমি তারে ভীষণ ভালবাসি
মাঝে মাঝে সেও-
আমাকে নীল হয়ে ভালবাসে ।

রাতের মত ।
রক্তাক্ত অস্ত্রের মত ।
অসীম আকাশের নীচে দাঁড়িয়ে
আমাকে চুমু দেয় ভেলভেট ঠোঁটে

অপরিচিত রাত
যখন আমার পাশে এসে বসে
নিহত হৃদপিণ্ড উপহার দিতে
আমি দু হাত বাড়িয়ে বুকে তুলে নেই ,

তোমার কত রকম পরিচিতি
আমার কবিতা মস্তিস্ক-কে
কুয়াশা ধোঁয়া হয়ে
ঘাসে ঘাসে শূলবিদ্ধে শিশিরে জমে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন