লেখার ডাগর মাঠ


শুক্রবার, জানুয়ারী ১২

অন্তর্বাস ঈশ্বর

০.১

আমি ভাবতাম ,
আমি ঈশ্বর কে চিনি
তিনি বোধহয় সব ধর্মের ঈশ্বর ।

ঈশ্বর নাকি শুধু বসবাস করেন
নিখুঁত ভাবে বইয়েই
আমরা মানুষেরাই নাকি
তাঁর সৃষ্টির ঐতিহ্য ।

০.২

আমার ইচ্ছা ছিল ,
কাঁদব না ,
ঈশ্বর কে খুঁজে বের করতে ,

তিনি বললেন , অনুসন্ধানে রাখো ।
আমি বললাম , সঠিক সময়ে আপনার খোঁজ করব ।

০.৩

ঈশ্বর নিশ্চয়
একজন ঈর্ষান্বিত পুরুষ ।

মানুষের হৃদয়চোর । মিথ্যাবাদী
এক-একাক মানুষ-কে তিনি
এক-এক কথা বলেছেন ।

তিনি সৃষ্টিকে ভালবাসেন না
ভালবাসেন অনুশাসন-কে ।

তিনি মানুষকে ভালবাসেন না
ভালবাসেন ভয় দেখাতে ।

আমি এই ঈশ্বর কে চাই না
আমি চাই একটি দৃঢ় মেরুদণ্ড ,

আমি এই ঈশ্বর কে বিশ্বাস করি না
আমি চাই শক্ত-পক্ত আত্মবিশ্বাস ,

ঈশ্বর কখনই
আমার জগৎ পিতা হতে পারেন না
কেননা
তিনি চোখের বদলে চোখ নেন
পাপীকে শাস্তি দিয়ে , পাপ করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন