লেখার ডাগর মাঠ


বুধবার, সেপ্টেম্বর ২৭

ফেসবুকে দেওয়া মন্তব্য

তোমাদের সব কথা ঠিক । তবে এই সিরিয়ালগুলো নারীদের অনেক ব্যপারেই চোখের পর্দা সরিয়ে দিচ্ছে । যা এতদিন এ সব গোপন ছিল । দু’টো বৌ বা দুটো বয়ফ্রেন্ড এটা যে সাংসারিক একটা সমস্যা সেটি কিন্তু সিরিয়ালগুলোতে বেশ ফুটিয়ে তোলে । শরৎ চন্দ্র যখন সামাজিক কুট কাচিলি নিয়ে লিখত তখন তাকেও কিন্তু সামাজিক সমালোচনা সহ্য করতে হতো । অনেকেই বলত শরৎ চন্দ্রের বই পড়লে বাড়ির ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে । তাই সব নতুন ধারার সমালোচনা আছে । বর্তমান সমাজ আরও পরিবর্তন দরকার তা না হলে মানুষ হিসেবে বিপর্যয়ে পড়তে হবে । আর নারী-পুরুষের যে অতীত বৈষম্য চলে আসছে তা ভাঙার প্রয়োজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন