লেখার ডাগর মাঠ


সোমবার, সেপ্টেম্বর ৪

মানুষ মারলে মরার পরে মানুষ হব

গতকাল কোরবানী ঈদ গিয়েছে ।
আজ সকাল থেকে ফেসবুকে হালকা-পাতলা পশু হত্যার বিরোধীতা চলছে । কেউ বলছে , গো হত্যা মহা পাপ । কেউ আবার বলছে , পশু হত্যা করলে মনের মধ্যে পশুত্ব জন্ম নেয় । ইত্যাদী ইত্যাদী....

আমি একটা আমার জীবনের বাস্তব গল্প বলব । সাল তারিখ মনে নেই । নয় দশ বছর আগের কথা ।
আমি একটা বাড়িতে পড়াতাম । ছেলেটা পড়ত ফাইভে । আর মেয়েটা পড়ত টু-এ । গরমের দিন থাকায় পোকা উড়ে উড়ে মেয়েটার বইয়ের মধ্যে পড়ছে । আর সঙ্গে সঙ্গে মেয়েটি পোকাগুলো কে মারছে । ওর দাদাটা দেখতে দেখতে সহ্য করতে না পেরে  বোন কে বলছে , তুই পোকাগুলো মারছিস কেনো ?
বোন উত্তর দিল , মারলে কি হবে ? পোকাগুলো যে বিরক্ত করছে ।

দাদাটা তখন বলল , মারিস না বুনু । পোকা মারলে তুই মরার পর পোকা হয়ে জন্ম নিবি ।

বোনটা এক সেকেণ্ড দেরি না করে বলল , আমি যখন বড়ো হব তখন মানুষ মারব । তাহলেই মরার পর মানুষ হয়ে জন্ম নিব ।

আমি তো কথাটা শুনে হো হো করে হেসে উঠলাম । ওর মা পাশের ঘর থেকে কথাটা শুনতে পেয়ে হাসতে হাসতে এসে মেয়েকে বলল , কি বললি ?

তখন মেয়েটি বলল , দাদা বলছে , পোকা মারলে নাকি মৃতুর পর পোকা হয়ে জন্মায় । তাহলে মানুষ মারলে সে মৃত্যুর পর মানুষ হয়ে জন্মাবে ।

ছেলেটার নাম আকাশ ।আমি বললাম , আকাশ কি বুঝলি । বুনু তো তোকে বোল্ডাউট করে দিল ।

যে কথা বলব । আমরা আমাদের বাচ্চাদের পারিবারিক শিক্ষা ধর্মীয় ও কুশিক্ষা দিতে গিয়ে এক একটা বাচ্চা কে আমরা অশিক্ষিত ও ছাগল তৈরি করছি ।

আমি মেয়েটিকে বললাম ।কোন জীব কে বিনা কারণে মারতে হয় না । তোর যেমন এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে তেমনি ঐ পোকা বা বিভিন্ন প্রানীরও বাঁচার অধিকার আছে । এটা মানবতা ।

             - নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন