লেখার ডাগর মাঠ


শুক্রবার, সেপ্টেম্বর ১

বুকের কাছে

দেবজ্যোতিকাজল

                      দূরে যাও
একদম অনেক দূরে যাও 
মাটির কাছে নয়
আকাশের কাছে যাও ।

অন্ধকারের কাছে নয়
সূর্যের কাছে যাও
বর্তমানের কাছে নয়
সভ্যতার কাছে যাও ।

দূরে আলো থাকে
কাছে থাকে অন্ধকার
দূরে আনন্দ থাকে
কাছে থাকে বিষাদ ।

আমাকে যারা ডাকে
তারা দূরে -
অনেক দূরে থাকে
আমাকে যারা ডাকে না
তারা আমার কাছে থাকে

তাই , ভেবেছি-
পাখির সাথে কথা বলে
মেঘের কানে অভিযোগ জানিয়ে
আমার মৃত্যুর হাতে
জন্মদিন তুলে দিয়ে
আমার মায়াকে -
         ওদের বুকে রেখে
আমিও চলে যাব
দূর থেকে ; অনেক-দূরে
                                দূরে 
                                    দূরে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন