লেখার ডাগর মাঠ


রবিবার, সেপ্টেম্বর ১৭

সন্দেহ

আমি মুখোমুখি দাঁড়ায়
আমার চোখ ও আয়নার সামনে
আমার মুখমণ্ডল লজ্জায় লাল
আয়না বলে দিল ,আমার চোখ কে

এ কথা আয়না বহুবার বলেছে
আমি কানে তুলি নি
বুকে মধ্যে ভাবায় নি
কেনো সে বারবার এ কথা বলে

আমার ভয় হয় , ভয় পেয়ে ভাবি
তবে কি সে আবার আসবে ?
আবার হারাতে হবে শক্ত অধিকার ?

এবার এলে তাকে বলব
সংখ্যালঘু হয়ে যেনো না আসে
সংখ্যাগুরু হয়ে যেনো আসে

এক বার দেখতে চাই
অত্যাচারের মাত্রায়
কতটা আনন্দ পাওয়া যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন