লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯

আমার কথা

ছোটবেলাটা বড়ো মধুর ছিল । প্রচুর বন্ধুও ছিল । তারমধ্যে মুসলিম বন্ধুও কম ছিল না । অনেকেই ছিল গলায় গলায় বন্ধু কখনও ভাবিনি তারা মুসলিম বন্ধু । তারাও কখনও ভাবিনি আমরা হিন্দু । বন্ধুর কোনো জাত থাকে না । সেই প্রাইমারী থেকে হাইস্কুল অবদি কত স্মৃতি তাদের সাথে মিলেমিশে আছে । আমার এক মুসলিম বন্ধু ছিল । ও মাঝে মাঝেই এসে বলত । ওর বাড়ির লোক নাকি বলত হিন্দু ছেলেদের সাথে মিশতে । না কথাটা শুনে গর্ব হতো না । কেননা ও আমার বন্ধু ছিল । এই কারণেই গর্ব হতো না । আমরা পুজোতেও পুজোর প্যাণ্ডেলে বসে আড্ডা দিতাম । একবার তো কি না সেই কাণ্ডটাই ঘটে গেলো । সাহা পাড়ার অন্ধকার রাস্তায় আমরা বন্ধু মিলে সিগ্রারেট খেতে খেতে যাচ্ছি । দুলাল নামে আমাদের এক মুসলিম বন্ধু ছিল । ও কোন ভাবে আমাদের সিগারেট টানা দেখেছে । ও অন্ধকারের মধ্যে বড়দের মত গলা করে বলল , কে রে সিগারেট খেতে খেতে যায় । আমরা তো ওর কথা শুনে দে দৌঁড় । ও আমাদের পিছে পিছে দৌঁড়ে এসে ধরল । ওকে দেখার পর সে কি হাসা হাসি । জানি না দুলাল কেমন আছে ? জানি না ঠান্ডু , হেলাল , আপেল , উজ্জ্বল , শাহীন , পান্না এরাই বা কেমন আছে । হয় তো বা ভাল আছে । হয় তো বা কেউ কেউ ভাল নেই । হ্যাঁ হেলাল ভাল নেই । এই হেলাল ছোঁড়াটা খুব খ্যাপাটে ছিল । প্রাইমারীতে যখন পড়তাম । একে ওপরের ধর্ম নিয়ে কি না বাজে বাজে কথা বলতাম  । বিশ্বাস করুণ আমরা একে ওপরে কেউই রাগ করতাম না । বরং মজা পেতাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন