লেখার ডাগর মাঠ


বুধবার, সেপ্টেম্বর ৬

দুঃখবাদ

আর্যদের সহজ সরল ও অনাড়ম্বর জীবন ক্রমেই জটিলতর হয়ে উঠল আর্থ-সামাজিক এই পরিবর্তনের ফলে । এই পরিবর্তন আর্যদের মনে সৃষ্টি করে এক দুঃখবাদ । মৃত্যুপরবর্তী জীবন সম্পর্কে নানা সন্দেহের সৃষ্টি হয় । আনন্দময় পিতৃলোকের ধারণা তখনও অটুট ছিল । কিন্তু প্রশ্ন দেখা দিল যে অন্য জীবন অনন্ত কিনা । তাদের মনে ক্রমেই একটা ধারণা দৃঢ়মূল হলো যে স্বর্গীয় আনন্দও ক্ষণস্থায়ী এবং অন্য জগতেও মৃত্যু অবশ্যম্ভাবী । তাই মানুষকে শুধু পার্থিবজগতে একবার মৃত্যু নয় । পরবর্তীকালে আরও অনেকবার মৃত্যু বরণ করতে হয় । সম্ভবত আত্মার দেহান্তরবাদের ধারণা থেকেই উদ্ভূত হয়েছিল ।

ব্রাহ্মণ শাস্ত্রে অন্য জগতে এই মৃত্যুকে জয় ব’রা  সম্পর্কে এইটুকু রহস্যবাদী ব্যাখ্যা অবশ্যই দিতে পেরেছিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন