লেখার ডাগর মাঠ


বুধবার, সেপ্টেম্বর ২৭

কথা

„যারা মনে করেন ঈশ্বর সকল ধর্ম প্রান মানুষের আশা পূরণ করেন ।
আপনাকে উপদেশ দিব আমি । কোন দেশে গিয়ে সংখ্যালঘুদের খাতায় নাম লেখান ।”

“ধর্ম থেকে আমরা কি কি পায় ?
দেশ আমাদের কি কি দেয় ?”

“ঈশ্বরই যদি ধর্ম সৃষ্টি করে থাকেন তবে এত ধর্মমত তৈরি করল কেনো ?
ভদ্র লোকের এক কথা । ঈশ্বর কি তবে ভদ্রলোক না ?”

“ রেফ হলে মেয়েদের ইজ্জত যায় ছেলেদের ইজ্জত যায় না
কেনো ?”

“দেশ বড়ো না , ধর্ম বড়ো ?”

“ ধর্মমত যদি কারু মৌলিক অধিকার হরণ করে তবে তাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করুণ ।”

““ মিলনটাই হোক ভাবনা ।”
...এক তরফা মানবতা প্রতিষ্ঠা হয় না ...”

বর্তমান পৃথিবীতে বাঁচতে হলে সংখ্যা হয়ে বাঁচা যাবে না । মানুষ হয়ে বাঁচতে হবে ।”

বেঁচে থাকাটা যখন বোঝা হয় তখন মৃত্যু ডাকে । বেঁচে থাকাটা যখন আনন্দময় হয় তখন বন্ধুরা ডাকে ।

           -নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন