লেখার ডাগর মাঠ


শুক্রবার, সেপ্টেম্বর ১

ঘুমের সীমান্তে মৃত আমরা

         দু’টি হলুদ পাখি
কুড়িয়ে আনে দু’লাইন
ব্যাকুল বিদ্রোহ
উন্মত্ত জঙ্গীপনা

যারা কিছুদিন আগেও ছিল জীবিত
তারা এখন ধ্বংসস্তূপে সবাই মৃত ।

যুদ্ধ আমাদের মতই বোধ শূন্য অন্ধ
বন্ধুর মত ক্রিসাল বেইমান কখনও ।

যারা ভাবে মানুষ মেরে
আনবে মানুষের জন্য স্বাধীনতা
তাদের হৃদয়
পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে ।

দু’টি হলুদ পাখি
আমার কবিতার শেষ লাইনের
যুগ্ন দাঁড়ি , কমা কুড়িয়ে আনে ।

দাঁড়ি'র শেষ প্রান্তে
পোড়া ঘাসে ভরা নাফ নদী
ভেসে আসে উলঙ্গ শহর , গ্রাম
ঈশ্বরের প্রার্থনা
কান্নাজড়িত মর্মপীড়া ।

এসো মৃত্যু , কি কথা আছে প্রাণখুলে ব’লো
এরিমধ্যে নিঃশব্দ পাখিরা গাইছে শোক সংগীত

তোমার প্রিয় সবুজ-নীল পৃথিবীতে
দৈত্য বাতাসে ভাসে মস্তিষ্ক পচা গন্ধ ।
আর-
কবিতার প্রথম স্তবকের চামড়ার নীচে
লুকিয়ে পড়ে সন্ত হলুদ পাখিটি ভয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন