লেখার ডাগর মাঠ


শনিবার, জুলাই ১

প্রতিষিদ্ধ অন্তরায়

একপুরুষগামী বাদামি শেড
লম্বা চুল বহুমাত্রিক অনুবর্তী নারী
কার সাথে হয়েছিল ডিল , মুক্তি দিবে ।

শিল্পী ভাঙে রঙের ছক ঈজলে দাঁড়িয়ে
মুখস্থ সমাজ বাঁধা আছে বৃত্ত মুখাপেক্ষে
লাঠি , চশমা , অন্দরমহল শাসন করে কুচফল ঈশ্বর
পিংক ফ্রক রৌদ্রে গলে তবু আসে নেওটা আধুনিক ।

শুধুই কী তোমার স্বাধীনতা ? না তোমাদের !
চারপাশে অনুযোগ , যোগ-বিয়োগ ,চাঁদের মত একা ;
সন্ধে না-হতে ঘরে ফেরা , সোত্সাহে কয়েদি
মাঝে মাঝে সিঁড়ির নীচে দাঁড়িয়ে ওপরে ওঠা
যেখানে শেষ শুরুর মায়া স্রেফ গন্তব্য
প্রেরণার দায়বদ্ধতা থমকে দাঁড়ায় হেসে ।

হাজার রকমের নিয়ম ; তবুও আছে ঘর ।

জামা , ব্রা , প্যান্টি , সালয়ার , ঘরের মধ্যে ঘর
অথচ কত রকম ভাবে ঢেকেছে দৃষ্টি । ধর্মের জাদু মঞ্চে ।

ফাঁক-ফুকর খোঁজে ইতর , নিশিত নিয়ম চোখে
শরীর তো প্রকৃতি , নেকি পুরুষ দূরত্ব মাপে-
তোমাদের পাশে , সৃষ্টিকে অস্রষ্টা ভেবে ।

এখন ঈশ্বর গলে হয়েছে আধুনিক
প্রতিষিদ্ধ অন্তরায় । নিতান্ত চোখের মালিশে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন