লেখার ডাগর মাঠ


বুধবার, জুলাই ১২

রক্তাক্ত তীর্থ

রক্তাক্ত তীর্থ

পৃথিবীটা ঠাণ্ডা পাহাড়, অন্ধকারে দাঁড়িয়ে
ফিরবে বলে, আসছে যারা, নির্বিগ্নে ঘুমিয়ে ।

তীর্থে থেকে ফিরছে যারা ফিরতে পারত ঘরে
ছিন্ন হলো দেহের শ্বাস , মায়ার আগুন পুড়ে ।

হিংসা জ্বলে চারিদিকে কার কেতাবের আদেশ
হত্যা যদি ধর্ম হয় , বুঝবে তবে ধর্ম শেষ ।

কে জানত অন্ধ পাহাড়ে ,রক্ত জমে ভয়ের বুকে
ঘুমের মানুষ চমকে ওঠে ,জঙ্গি হানায় ম্লান মুখে ।

পাহাড় তখন স্তব্ধ হয়ে , হাহাকারে কেঁদে ওঠে
ফিসফিসিয়ে কে যেনো বলে শান্তি চাই উল্টো পথে ।

সূর্য ওঠে সূর্য ডুবে , পুণ্য তীর্থের মহানতার বেশ
বুকের মাঝে কে যে বলে , এই খানেতেই আমার দেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন