লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, জুলাই ৬

চক্র দাঙ্গা

এক

আমার বিষাদ গ্রস্ত ভাষা ।
মানসিক চাঁচল্য বিপদ ধর্মবুদ্ধি
মানুষের মধ্যে বিষের চুইংগাম ।

বিষদ ভিজেছে কঙ্কাল দেহ
রক্ত লেগেছে  চক্র দাঙ্গার
হে মহাজীবন !
কার দ্বারস্ত হও বিবেক অপ্রমাদে ।

ধর্মের ভাঙা-টুকরোগুলো
অপমান আর দুঃখবোধে হয়েছে ক্রমশ
লজ্জায় পশুকেও দেখাতে পারিনি মুখ ।

দাঙ্গা শেষ হলে , ডুবে যায় মানুষ
   ডুবে যায় ধর্মের অসূয়া

হে মহাজীবন !
কার দ্বারস্ত হও ফাটল জোড়া দিতে ।

দুই

মুচমুচে ভোরের ইমন অনুরণন
বেসুরে দেয় হাততালি ।
গোপনে যা ছুঁয়েছি দু হাত ভরে
ভেঙেছি যত মৈত্রীকথন

দ্বিধাহীন দাঙ্গা শৈশব চিবিয়ে খায়
  মেলা ভাষাদেহ জুড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন