লেখার ডাগর মাঠ


শনিবার, জুলাই ২২

নাস্তিক দেব

♦ মানুষে তে বলে সর্ব শ্রেষ্ট জীব ,
আপনি বুকে হাত দিয়ে বলুন , আপনি কি সত্যিই সর্ব শ্রেষ্ট জীব?

♦স্রষ্টা ছাড়া যদি কোনো সৃষ্টি না হয় তবে স্রষ্টার সৃষ্টি কর্তা কে ?

♦পৃথিবীর সমস্ত জীব ও জড়ের ধর্ম নির্ধারণ করে প্রকৃতি তাই এদের পোষাকি ধর্ম নেই

♦আত্মবিশ্বাসই পারে কুসংস্কার থেকে তোমাকে মুক্তি দিতে...

♦মানবতা ও সততা মানুষের কোনো ধর্ম না,
মানবতা হলো এক ধরনের চর্চা

♦পশু’র ধর্ম আছে , তবে পোষাকি ধর্ম নেই....

♦পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া আর কারু পোষাকি ধর্ম নেই...

♦ধর্ম পোষাকের মত
ইচ্ছা করলেই
পরিবর্তন করা
যায়....

♦অজ্ঞতাই কুসংস্কারের
মূল কারণ...

♦রাজনীতি আর
ধর্মের
চরিত্র এক..
আস্তিক ও নেতার চরিত্রও এক

ধর্ম মত মানুষের প্রকৃত ধর্ম-কে নষ্ট করছে ।
ধর্ম মত বর্জন করুন ।
মানবিক দূষণ বোধ করুণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন