লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জুলাই ৪

অ্যালার্ম

আজ কাল একই কথা ঘুডর-পাক খায়
                            যুক্তফ্রণ্ড মুখে
ধর্ম , ঈশ্বর , শাস্ত্র ,কেতাবি ও বিজ্ঞান ।

ষড়যন্ত্রের তালা ঝুলে নাস্তিকের কলমে ;
কেউ কেউ অস্পৃশ্য রাস্তা ঢাকে লাল কার্পেটে
রক্ত চোক্ষুর চাপাতি খাসির কলিজা আর কাটে না
শাসক হবার স্বপ্নে তাই স্রেফ মানুষ খোঁজে ।

মানুষ এখন দু’ভাগে বহতা
একদিকে গেলে ঈশ্বর পিঙ্গলবর্ণ অশ্ব । মোহানন্দা ,
অন্য দিকে ছুটে চ’লে মানুষ সরোবর
মাঝ খানে ভঙ্গুর মেরুদণ্ড বিশ্বাস ভাঙ্গে ।

বহুত্ববাদের ভুতুড়ে স্বপ্ন খানিক ঘুমঘোর
ভোরের নিসর্গে মেঘছেঁড়া রোদ দেশ ভাঙ্গে
ভয় পায় ! না লজ্জা পায় ! গুছিয়ে বলতে ,
আমি ভারতীয় প্রাচীন আরিয়ান ।

মনমরা আর মানবতা
দখল দারি মন-কে ঘরে ফেরায়
কি এক ছুড়িকাঘাত তেড়ে আসে পিছনে
আমি গুড়িয়ে যাই শত-শত কাচের টুকরোয়
এ দেশ তো আমার নয় !
আমার দেশ ছিল কার্নিভাল ঝলমলে আলো
যে দেশ ভয় , ভীতো শব্দগুলোর
শ্বাসরোধ করে ধরিয়ে ছিল ইংরেজদের হাতে

আমি তো সেই উপত্যকার মানুষ
আমি তো সেই বীর পরাক্রম বীজাণু

তবে এসো
এইটিই প্রতিবাদের নৈবেদ্য সময়
রক্ত সংগ্রহের  নৈপুণ্য  সময়
মস্তিস্ক সাজানোর গভীর সময়
মানুষ গড়ার হেমন্তরঙ্গা সময়

তবুও হয়-তো দশকের পর দশক
কবিরা ডেকে বলবে ,
এত প্রতিবাদ দিয়ে হবেটা কি ?
তার চেয়ে এসো , মায়ের আঁচলে বন্ধু হয়ে ঘুমায় ....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন