লেখার ডাগর মাঠ


রবিবার, জুলাই ৯

দাঙ্গা গুরু

দাঙ্গা গুরু
দে ব জ্যো তি কা জ
——–——–—————

নিখুঁদ আত্মা ও বনিয়াদি ইন্দ্রিয়
তাতে জোরদার ঈশ্বরের শক্তি ।

সদ্যোজাত শিশু । তাঁর প্রথম মহান কান্না-
পূর্ণ বল-এ ভেসে আসে
         অন্ধকার ঘরের জানলা থেকে ।

আর এই -
একই আত্মা বহু বছর পর
ঢেকে দিল ঐহিক উজ্জ্বলতা ;
আন্তর্জাতিক ভাবে দেখা দিল
ধর্মনিরপেক্ষ-এর ভুতুড়ে ছন্দ ।

ফ্যানাটিক সাধনায় মানুষ হলো উন্মাদী ।

একটি সরু গলিতে ইঁদুর-
ফ্যাকাশে মুখ-ভরা বিশ্রান্ত
তিনিই মানবতা শব্দটাকে
তীক্ষ্ন দাঁতে খুবলে দিলেন ।

এটাই ছিল সেই বিচিত্র আত্মা ।
সেই দেখিয়েছে মানুষ-কে দুষ্ট অস্ত্র ।
বছরের পর বছর ধরে যা
রয়ে গেছে ভোঁতা ও কলঙ্কে ।

আর
আজ এর সহজপাঠ্যতা পেয়েছে
নিশিত রাজনৈতিকের কারণে  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন