লেখার ডাগর মাঠ


বুধবার, জুলাই ২৬

কবিতা অপহরণ

কবিতা ঘুম
দেবজ্যোতিকাজল

আমার ঘুমের স্বপ্নে দাঁড়িয়ে
কে যেনো বলল , আমার কবিতারা নদী হবে ।
                         হবে মৌমাছি নদ ।

আমায় কবিতারা দরজায় দাঁড়িয়ে বলল ,
বেঁচে থাকতে হবে নদীর মত
এক মিলিয়ন শব্দ , শব্দ , শব্দ প্রসবে

আমি ঘুমের দরজার বিরুদ্ধে , ঝুঁকে ঘুমায়
ঘরের চারপাশে অন্ধ উজ্জ্বল আলোর সকাল

আমার অনন্তকাল ভয় প্রতিভা হারাবার
কবিতা ছাড়া জীবন , জীবন নয় , স্পর্শ থমথমে
আমার দেহে জমে কবিতার দুঃস্বপ্ন বালি
প্রতিরাতে আরও গোপন স্বপ্ন ভয়-দেখি কোলাহল

আমার কবিতারা দাঁড়িয়ে আছে দীর্ঘ বসবাসে
দুপুর দুপুর চোখে প্রত্যাশার পান্থে ।

এ আমার প্রথম রাত
প্রথম স্বপ্নের কবিতা

আমি নদীর মত বেঁচে আছি, মৌমাছি নদে
আমি একটা জলাধার চাই-
একটি কবিতা পৃষ্ঠা জুড়ে
তীরে ভাসাব লেখকের নাম ।

সব শেষে চাই ,
কবিতা মুখ জুড়ে
দু লাইনের শেষ স্তবক

এক , আমরা বেঁচে থাকতে জন্মায় নি
দুই , শুধু বাস করতেই এই পৃথিবী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন